 
                    
                    সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের অনশন
২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারি (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষানবীশ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী সনদের গেজেট দেয়ার দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে অনশন করছেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের প্রধান প্রবেশ পথের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পাস করার পর বার কাউন্সিল থেকেও এমসিকিউতে উত্তীর্ণ আইনের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                