![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/07/09/142155_bangladesh_pratidin_Barisal-Medical-Tecnologist-Work-Off-Photo-10_07_2020.png)
বরিশালে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি
৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে করোনার মধ্যেও বরিশালে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলিজস্ট এসোসিয়েশন। সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কর্মবিরতি শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত। এ সময় তারা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটে জমায়েত হয়ে ৬ দফা দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সংগঠনের বরিশাল জেলা শাখা সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, অবিলম্বে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি কেন্দ্র থেকে গ্রহণ করা হলে তাও পালন করবেন তারা।