৩০ বছর ধরে ১৫ কিলোমিটার পথ হেঁটে চিঠি বিলি করেছেন যে ডাকপিয়ন
শুধু ঘন জঙ্গল নয়, বন্য প্রাণীর আক্রমণের আশঙ্কা নিয়ে প্রতিদিনই ১৫ কিলোমিটার দুর্গম পথ হেঁটে চিঠি বিলি করেছেন ভারতের তামিলনাড়ুর এক ডাকপিয়ন ডি সিভান। টানা ৩০ বছর ধরে নিষ্ঠার সঙ্গেই তিনি কাজটি করে গেছেন।সম্প্রতি তিনি কাজ থেকে অবসর করেছেন।
প্রায় তিন দশক পর কাজের প্রতি তার এই নিষ্ঠা দেখে অনেকেই হয়েছেন আপ্লুত। সামাজিক মাধ্যমে অনেকেই তার প্রশংসা করে নানা মন্তব্য করেছেন।ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, সিভান নামের ওই ব্যক্তি টানা ত্রিশ বছর ধরে চিঠি নিয়ে তামিল নাড়ুর কুন্নুরের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ছুটেছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। এজন্য তাকে প্রতিদিন হাঁটতে হয়েছে ১৫ কিলোমিটার পথ। চিঠি বিলি করতে গিয়ে ৬৬ বছরের সিভানকে অনেক সময় বন্য হাতি, সাপ, ভালুক এবং অন্যান্য বন্য প্রাণীরও মুখোমুখি হতে হয়েছে।