পাকিস্তানের জার্সিতে থাকবে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১৩:০৬

কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট দলের এখন নেই কোন স্পন্সর। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য যে অনুশীলন চলছে বাবর আজম, আজহার আলীদের; সেই জার্সিতে নেই কোনো স্পন্সরের লোগো। এখনও পর্যন্ত কোনো স্পন্সরের খোঁজ পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে কিন্তু তারা প্রস্তাব করেছে পেপসির মাত্র ৩০ শতাংশ অর্থ। এত ক্ষতি করে চুক্তি করতে রাজি নয় পিসিবি। তাই তারা অপেক্ষা করতেই রাজি।

এর মাঝেই জানা গেলো, ইংল্যান্ড সফরের তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের জার্সিতে থাকবে দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির ফাউন্ডেশনের লোগো। পিসিবির চ্যারিটি পার্টনার হওয়ায় এ সুযোগটি পাচ্ছেন আফ্রিদি। পাকিস্তানি সংবাদমাধ্যম পাক প্যাশনের সাংবাদিক সাজ সাদিক এমন সম্ভাবনার কথা জানিয়ে টুইটে লিখেছিলেন, ‘যদি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য কোনো স্পন্সর খুঁজে না পায় পিসিবি, তাহলে পুরো সিরিজে জার্সিতে শহিদ আফ্রিদি ফাউন্ডেশন এবং ইধি ফাউন্ডেশনের মতো সংস্থাগুলোর লোগো দেয়া উচিৎ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও