করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সংগীতশিল্পী সেলিম চৌধুরী
করোনার থাবা পড়লো দেশের সংগীতাঙ্গনে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী। মঙ্গলবার (৭ জুলাই) সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড–১৯–এর জন্য বিশেষায়িত অংশে ভর্তি হন সেলিম চৌধুরী। তিনি হাসপাতালের ৫১০ নম্বর কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেলিম চৌধুরী জানান, ১০ দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। কিন্তু শুরুতে পাত্তা না দিলেও জ্বর না যাওয়ায় করোনা টেস্ট করান। এরপর রিপোর্ট পজিটিভ এলে তিনি হাসপাতালে ভর্তি হন।