ব্রিটেনে রেস্টুরেন্টে গেলে অর্ধেক মূল্যে খাবার
অর্থনীতি চাঙ্গা করতে বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিটেনের চ্যান্সেলর (অর্থমন্ত্রী) ঋষি সুনাক। বুধবার হাউস অব কমন্সে অর্থনীতি পুনরুদ্ধার ও হসপিটালিটি সেক্টরের প্রাণ ফিরিয়ে আনতে ৩০ বিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দেন তিনি।
বুধবার পার্লামেন্টে নতুন এই পরিকল্পনা উপস্থাপনকালে ঋষি সুনাক জানান, অক্টোবরে ফারলো প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পর যেসব ব্যবসা প্রতিষ্ঠান তিন মাস তাদের কর্মীদের কাজে রাখবে, প্রত্যেক কর্মীর জন্য সরকার ওইসব ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাজার পাউন্ড বোনাস দেবে। ১ দশমিক ৮ মিলিয়ন মানুষের চাকরি রক্ষায় সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। বুধবার থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ভ্যাট ২০% থেকে কমিয়ে ৫% এ নামিয়ে আনারও ঘোষণা দেন সুনাক।