৩ আগস্ট, ১৪৯২ সাল। তিনটি জাহাজ নিয়ে এশিয়ার পথে যাত্রা শুরু করলেন ক্রিস্টোফার কলম্বাস। দুই মাস পরে ১২ অক্টোবরে জাহাজ তিনটি দেখা পেল জমির। কিন্তু এ-তো এশিয়া নয়, মানুষের অজানা সম্পূর্ণ নতুন এক মহাদেশ। নতুন ধরনের গাছ পালা, পশুপাখি, মানুষ। পরে আরেকজন নাবিক আমেরিগো ভেসপুচির নামে মহাদেশের নামকরণ হয় আমেরিকা।
পনেরো শতকের শেষ থেকে ভিক্টোরিয়ান যুগ পর্যন্ত, চারশ বছরে আমেরিকা মহাদেশের আদি অধিবাসীদের সংখ্যা দশ ভাগের এক ভাগে নেমে আসে। কারণ? ইউরোপিয়ান সাম্রাজ্যবাদীদের সাথে যুদ্ধ, গণহত্যা অনেক আদিবাসীদের মৃত্যর কারণ ছিল। সুগঠিত নগর, গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল ইউরোপিয়ান যোদ্ধাদের হাতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.