You have reached your daily news limit

Please log in to continue


‘ক্ষতি মেনেছি’ ভঙ্গি দিয়ে কানাকড়িও ছাড় না দেওয়ার চীনা কৌশল!

ধাক্কা মারলেই কাক্সিক্ষত ফল হাতে তুলে দেবে, যেমন দিয়েছিল মধ্য এশিয়ার তিনটি দেশ- কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান- সে রকম কিন্তু ভারত নয়। জবরদস্তির সঙ্গে প্রণোদনার মিশেল দিয়ে চীন ওই দেশগুলোর কাছ থেকে নিজের অনুকূলে সীমান্ত মীমাংসা হাসিল করেছিল। দাবি করব বিস্তর কিন্তু একেবারে কম নিয়ে আপস করছি, এ রকম ভাব দেখিয়ে প্রতিপক্ষকে মোহগ্রস্ত করার চাতুরী এটা। চীন আসলে কানাকড়িও ছাড় দেয়নি অথচ ভঙ্গি করছে- শান্তির স্বার্থে ‘ক্ষতি মেনে নিলাম’। ভারতীয় সাময়িকী ‘ইন্ডিয়া টুডে’র ৩ জুলাই, ২০২০ সংখ্যায় ‘চায়নায় লাদাখ গেমপ্লেন’ শীর্ষক নিবন্ধে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, সামরিক কব্জির জোরে আকসাই চীন এলাকাটি গ্রাস করে নিতে চাইছে চীন। এ অবস্থায় সীমান্ত সমস্যার বিষয়টির সুরাহায় ভারতকে সাবধানে পদক্ষেপ নিতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন