‘ক্ষতি মেনেছি’ ভঙ্গি দিয়ে কানাকড়িও ছাড় না দেওয়ার চীনা কৌশল!
ধাক্কা মারলেই কাক্সিক্ষত ফল হাতে তুলে দেবে, যেমন দিয়েছিল মধ্য এশিয়ার তিনটি দেশ- কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান- সে রকম কিন্তু ভারত নয়। জবরদস্তির সঙ্গে প্রণোদনার মিশেল দিয়ে চীন ওই দেশগুলোর কাছ থেকে নিজের অনুকূলে সীমান্ত মীমাংসা হাসিল করেছিল।
দাবি করব বিস্তর কিন্তু একেবারে কম নিয়ে আপস করছি, এ রকম ভাব দেখিয়ে প্রতিপক্ষকে মোহগ্রস্ত করার চাতুরী এটা। চীন আসলে কানাকড়িও ছাড় দেয়নি অথচ ভঙ্গি করছে- শান্তির স্বার্থে ‘ক্ষতি মেনে নিলাম’।
ভারতীয় সাময়িকী ‘ইন্ডিয়া টুডে’র ৩ জুলাই, ২০২০ সংখ্যায় ‘চায়নায় লাদাখ গেমপ্লেন’ শীর্ষক নিবন্ধে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, সামরিক কব্জির জোরে আকসাই চীন এলাকাটি গ্রাস করে নিতে চাইছে চীন। এ অবস্থায় সীমান্ত সমস্যার বিষয়টির সুরাহায় ভারতকে সাবধানে পদক্ষেপ নিতে হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে