নগর উন্নয়নের বলি ছায়াদায়ী বৃক্ষ, ঝুঁকিতে ফেরিওয়ালাদের খাদ্যনিরাপত্তা
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১৭:৩০
ফুটপাতে ও ফেরি করে নানা পণ্য বিক্রি করে যারা পেট চালান, রাস্তার পাশের ছায়াদানকারী বৃক্ষ তাদের অন্যতম আশ্রয়। প্রখর রোদে, বৃষ্টিতে তারা এসব গাছের নিচে বসেন, ক্লান্তি ঝরান, দিনের বাকি সময়ের জন্য শক্তি সঞ্চয় করেন। তাছাড়া এ গাছের নিচেই বসে খাবার, পোশাক, ফল ইত্যাদির দোকান। এসব গাছ নগরের ভাসমান দোকানদারদের জন্য ব্যবসার একটি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। বিশেষ জলবায়ু পরিবর্তনের কারণে যখন নগরের তাপমাত্রা দিন দিন অসহ্য হয়ে উঠছে। কিন্তু নগর উন্নয়ন, সড়ক প্রশস্তকরণ, সৌন্দযবর্ধন, অভিজাত এলাকা নির্মাণের অজুহাতে হয় এসব গাছ কাটা পড়ছে, নয়তো ফুটপাতের ব্যবসায়ীরা এসব গাছের ছায়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।