শখের জামদানি শাড়ি দীর্ঘদিন ভালো থাকবে এভাবে যত্ন নিলে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১৪:৩৪
নারী মানেই শাড়ি। আর বাঙালি নারী হলে তো কোনো কথাই নাই। শাড়ি ছাড়া যেন বাঙালি নারীর সংজ্ঞা অসম্পূর্ণ। বিশ্বের সব দেশেই বাঙালি নারী এবং দেশের পরিচয় বহন করে এদেশের তাঁতের এবং জামদানি শাড়ি। এমন কোনো বাঙালি নারীকে পাওয়া যাবে না যে তার সংগ্রহে দুই তিনটা জামদানি শাড়ি নেই। জামদানি শাড়ি বলতে গেলে বাংলার ঐতিহ্য বহন করে।
জামদানির উপর আকর্ষণ ও টান স্বাভাবিকভাবেই বেশি থাকে তার অপূর্ব কারুকাজ সমন্বিত নকশা ও বৈচিত্রের জন্য। মিহি সুতার কাজে ফুটে ওঠা এক একটি শাড়ি যেন হাজারো গল্পের জন্ম দেয়। তবে খুবই দুঃখের বিষয় এই শাড়ির যত্ন নেয়া খুবই কঠিন। সামান্য অযত্নেই নষ্ট হয়ে যায় এই শাড়িগুলো। তাই পরার সময় এবং সংরক্ষণ করতে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। এতে করে বছরের পর বছর ধরে এই শাড়ি ভালো রাখা সম্ভব।
- ট্যাগ:
- লাইফ
- যত্ন
- জামদানি শাড়ি