বাাড়িতে ডাকাতি হওয়ায় ইতালি ছাড়বেন রিবেরি!
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১২:০৮
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে এ মৌসুমেই ফিওরেন্টিনায় পাড়ি জমিয়েছিলেন ফ্রাংক রিবেরি। ফ্লোরেন্সে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন, ইতালির সঙ্গে খাপ খাইয়েও নিতে শুরু করেছিলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। কিন্তু মাঠে যখন খেলছিলেন, বাসায় ভয়ংকর একটা ডাকাতি হয়ে যায়। এরপর ইনস্টাগ্রামে ভীষণ ক্ষুব্ধ রিবেরি আভাস দিয়েছেন ইতালি ছাড়ার।
এই সপ্তাহেই পারমার মাঠে গিয়ে খেলছিল ফিওরেন্টিনা, ২-১ গোলের জয়ও পেয়েছে। সেই ম্যাচ খেলার সময়েই রিবেরির বাসায় হয়ে যায় ডাকাতি। পুরো বাসার ইলেকট্রনিক গ্যাজে, দামি ঘড়ি, ব্র্যান্ডের ব্যাগসহ মূল্যবান অনেক কিছুই নিয়ে গেছে তারা। শুধু জিনিসই নেয়নি, পুরো বাসা তছনছ করে দিয়েছে। সব ফার্নিচারের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
- ট্যাগ:
- খেলা
- ডাকাতি
- দেশ ত্যাগ
- ফ্রাঙ্ক রিবেরি
- ইতালি