অনুমোদনহীন ক্যাম্পাস: সাউথ পয়েন্টকে নোটিস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১১:৫১
গুলশান, উত্তরা, মিরপুরসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বোর্ডের অনুমতিবিহীন একাধিক শাখা ক্যাম্পাস চালু রয়েছে জানিয়ে এ বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে সাউথ পয়েন্টের অধ্যক্ষকে। সাউথ পয়েন্টের অধ্যক্ষ হামিদা আলী বলছেন, তারা এসব শাখার অনুমোদনের জন্য আবেদন করে রাখলেও মহামারীর মধ্যে বোর্ডের পরিদর্শন স্থগিত রয়েছে। ঢাকা বোর্ড থেকে মঙ্গলবার অধ্যক্ষকে পাঠানো কারণ দর্শাও নোটিসে বলা হয়েছে, বোর্ডের ডাটাবেইজে প্রতিষ্ঠানটি সহশিক্ষা কার্যক্রমের জন্য অন্তর্ভুক্ত থাকলেও ‘বিনা অনুমতিতে’ বিভিন্ন স্থানে জেন্ডার (বালক/বালিকা) উল্লেখ করে কার্যক্রম চালু রাখায় শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যায় পড়ছে।