আমার বন্ধুয়া বিহনে গো…
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১১:৩৮
বাউল কফিলউদ্দিন সরকারের লেখা তুমুল জনপ্রিয় এই গানের প্রথম লাইন পড়ে পরের দুই লাইন গুনগুন করছেন নাকি? গানটি এতটাই মনকাড়া যে প্রথম লাইন শুনলে বা দেখলেই স্বয়ংক্রিয়ভাবে মনের ভেতরে গুমরে ওঠে পরের দুই লাইনে থাকা প্রিয়জনের জন্য বিরহ–যাতনা। করোনার এই সময় অনেকের জন্যই অসহনীয় হয়ে উঠতে পারে। বিশেষ করে বন্ধুবান্ধব এবং প্রেমিক-প্রেমিকাদের জন্য তো বটেই।
আগে যেখানে প্রিয়জনকে সশরীরে না দেখলে দু-এক দিনের বেশি টেকা সম্ভব ছিল না, সেখানে এখন কাটিয়ে দিতে হচ্ছে সপ্তাহের পর সপ্তাহ। অনাকাঙ্ক্ষিত এই ‘লং টাইম, নো সি’ পারস্পরিক সম্পর্কে দূরত্ব তৈরির আশঙ্কাও তৈরি করে প্রবলভাবে। আবার ঘরবন্দী অবস্থায় প্রতিনিয়ত চোখের সামনে থাকা সঙ্গীও (স্বামী–স্ত্রী) চক্ষুশূল হয়ে উঠতে পারেন।