কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পোস্টমেটস কিনছে উবার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১১:২৮

গ্রাবহাবকে কেনার প্রস্তাব দিয়েছিল উবার। সে প্রস্তাবে সাড়া দেয়নি গ্রাবহাব। এরই মধ্যে ফুড ডেলিভারি ব্যবসার প্রসার করতে আরেকটি কোম্পানিকে কেনার প্রস্তাব করে সফলতার মুখ দেখছে উবার। উবার তাদের উবার ইটস খাবার ডেলিভারি সেবায় নতুন মাত্রা যোগ করছে। ২.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনছে আরেক খাবার ডেলিভারি কোম্পনি পোস্টমেটস।

উবার প্রধান দারা খোসরোশাহী বলেন, উবার ও পোস্টমেটস শুধু খাবার ডেলিভারি নয়, কোভিড-১৯ এর মত সংকটে স্থানীয় বাণিজ্য এবং সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২১ এর প্রথম দিকেই উবার ও পোস্টমেটস একসাথে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে আশা করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে অন্যান্য ডেলিভারি কোম্পানির তুলনায় পোস্টমেটস তুলনামূলক ছোট কোম্পানি হলেও তারা এ সেবার পথপ্রদর্শক বলা চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও