যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা নিয়ে তুলকালাম, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চান ট্রাম্প
সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার অভিপ্রায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে এক ‘জাতীয় সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউজে এই সংলাপের পর যুক্তরাষ্ট্রের সকল স্টেট গভর্ণরের প্রতি ট্রাম্প উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান না খুললে কোমলমতি ছেলে-মেয়েরা প্রাণচাঞ্চল্যে ফিরতে সক্ষম হবে না। এক ধরনের হতাশা গ্রাস করবে তাদেরকে।
এমন আহ্বানের মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় একইদিন সন্ধ্যায় ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর ওয়েলকাম ইন দ্য ইউএস’ (আন্তর্জাতিক ছাত্ররা যুক্তরাষ্ট্রে স্বাগত) শিরোনামে একটি বিবৃতি দিয়েছে। সেখানে ২৪ ঘণ্টা আগে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ‘ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইস) দেয়া ঘোষণার এক ধরনের ব্যাখ্যা দিয়ে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’দের অস্বস্তি দূর করার চেষ্টা করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.