প্রযোজক হিসেবে জেনিফার আত্মপ্রকাশ
সরকারি অনুদানে নির্মিত হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘আশীর্বাদ’। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো চিত্রনাট্যকার, কাহিনীকার ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন জেনিফার ফেরদৌস।
জেনিফার ফেরদৌস একাধারে উপস্থাপনা, অভিনয়, মডেলিং ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। বর্তমানে তিনি সিনেমার গান নিয়ে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত 'ছায়াছন্দ'-এর নিয়মিত উপস্থাপনা করছেন। এবারই তিনি প্রথমবার কোনো চলচ্চিত্রের জন্য কাহিনী, চিত্রনাট্য তৈরি করলেন এবং পাশাপাশি ‘আশীর্বাদ’ সিনেমাটি প্রযোজনায়ও তিনি আছেন। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে,তারমধ্যে ‘আশীর্বাদ’ অন্যতম। নতুন রূপে আত্মপ্রকাশ প্রসঙ্গে জেনিফার ফেরদৌস বলেন, অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো সিনেমার জন্য গল্প লিখবো।