মানুষের মাপের বাদুড়! ভাইরাল ছবি ঘিরে জল্পনা-আতঙ্ক
এনটিভি
প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ০৮:৪০
প্রথম দেখায় মনে হবে কোনো মানব সন্তান কালো আলখেল্লা পরে ঝুলছে। তার মাথা নিচের দিকে, আর পা দুটি ওপরের দিকে আঁটকানো। গা ছমছম করার মতোই সে ছবি। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, ওটা একটা বাদুড়। ইন্টারনেটে ভাইরাল এমনই একটি ছবি। নেটিজেনরা রীতিমতো অবাক সে ছবি দেখে। এও কি সম্ভব? মানুষের মাপের বাদুড় হতে পারে? সঙ্গত কারণেই অনেকে বিশ্বাস করতে চাইছেন না।
সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ফিলিপাইনের। এ ধরনের বাদুড় নিরামিষাশী হয়। সাধারণত ফল খেয়ে বেঁচে থাকে। এশিয়ার বহু দ্বীপে এ প্রজাতির বাদুড় দেখা যায়। এরা অন্যান্য বাদুড়ের চেয়ে আকারে অনেক বড় হয়। এদের ডানার মাপ কম করে পাঁচ ফুট হতে পারে। ফলে ছবিতে এদের এত বড় মাপের দেখায়। অনেকে অবশ্য বলছেন, ফটোগ্রাফারের কারসাজিতেও এতটা বড় দেখাতে পারে বাদুড়টিকে