ইরানের পরমাণুসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘রহস্যময়’ হামলার পেছনে কারা?
সম্প্রতি ইরানের বেশ কয়েকটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব স্থাপনার একটি নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। এসব ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা?
এ নিয়ে প্রতিবেদনটি লিখেছেন বিবিসির পার্সিয়ান বিভাগের সাংবাদিক জিয়ার গোল। জুন মাসের ৩০ তারিখ মধ্যরাতের পরপরই আমার ইনবক্সে একটি ই-মেইল এলো। অপরিচিত একটি গ্রুপ থেকে এটি পাঠানো হয়েছে, যাঁরা নিজেদের নাম ‘হোমল্যান্ড চিতাস’ বলে দাবি করছে। গ্রুপটি বলছে যে তারা ঘণ্টা দুয়েক আগে স্থানীয় সময় রাত ২টায় ইরানের বড় একটি পরমাণু স্থাপনা নাতাঞ্জে আক্রমণ করেছে। ই মেইলে বিস্তারিতভাবে বলা হয়েছে যে একটি স্থাপনা উড়িয়ে দেওয়া হয়েছে - যা ইরান সরকার গোপন করে রাখতে সক্ষম হবে না। গ্রুপটি দাবি করছে, ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীগুলোর ভিন্নমতাবলম্বী সদস্যদের নিয়ে এটি গঠিত হয়েছে। তারা বলছে, এর আগেও তারা অসংখ্য হামলার পেছনে ছিল; কিন্তু ইরানি কর্তৃপক্ষ সব সময় সেগুলো জনগণের কাছে গোপন রেখেছে।