ঘণ্টার চুক্তিতে চলবে উবার
উবার এবার বাংলাদেশে চালু করল ‘উবার রেন্টালস’ নামে নতুন সেবা। যাত্রীদের সার্বক্ষণিক সেবা দিতেই এ উদ্যোগ। বিশেষ এ সেবার মাধ্যমে যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘণ্টার জন্য ভাড়া নিতে পারবেন। আর ওই গাড়িতেই একাধিক জায়গায় যাওয়ার সুবিধা পাবেন। ব্যক্তিগত গাড়ি থাকলে যেমন সুবিধা উপভোগ করা যায়।
দীর্ঘ দু’মাস লকডাউনের পর মানুষ একটু একটু করে দৈনন্দিন জীবনে অভ্যস্ত হতে শুরু করেছে। তাই করোনা সময়ে আরও বেশি সুবিধাজনক ও সময়োপযোগী সেবা নিয়ে এল উবার।
নতুন ধরনের রেন্টালস সেবার মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই যাত্রীরা তাদের প্রয়োজন বুঝে রাইড বুক করতে পারবেন। লকডাউনের পরে গত সপ্তাহে কার্যক্রম শুরু করা উবার এক্স সার্ভিসের গাড়িগুলো রেন্টাল সার্ভিস সুবিধা দেবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
bangla.thedailystar.net
| অস্ট্রেলিয়া
১০ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ৪ মাস আগে