কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভারতে করোনার উর্ধ্বগতি। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাটের পরই লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গ রাজ্যেও। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে সাত লাখের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। চলতি সপ্তাহে ভারতের গড় করোনা সংক্রমণ ২০ হাজারের নিচে নামেনি। রোজ মৃত্যুর হারও সাড়ে চারশোয় দাঁড়িয়ে আছে।
৩০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকেই মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি এবং তামিলনাড়ুতে সংক্রমণ বাড়তে থাকে। ঠিক একইভাবে এখন পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা পরিস্থিতি অবনতি হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় প্রায় ৯শ আক্রান্তের পাশাপাশি ২২ জনের মৃত্যু হয়েছে রাজ্যটিতে। এমন বাস্তবতায় রাজ্যে নতুন প্লাজমা হাসপাতাল এবং করোনা শনাক্ত নিয়ে রাজ্য সরকারের নতুন অ্যাপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.