সবুজবাগে সায়েমা হত্যার নেপথ্যে প্রথম স্বামী
রাজধানীর সবুজবাগে সায়েমা আক্তার (২০) নামে এক নারীকে সড়কে কুপিয়ে হত্যার সঙ্গে তার প্রথম স্বামী জড়িত বলে প্রমাণ পেয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মো. শাহ আলম (৩২)। পুলিশ তাকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (৭ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) রাশেদ হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সায়েমাকে তার প্রথম স্বামী শাহ আলম পরিকল্পনা করেই হত্যা করছে বলে পুলিশ প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে। সে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছে।পুলিশ জানায়, শাহ আলমের সঙ্গে ২০১২ সালে সায়েমার বিয়ে হয়। শাহ আলমের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। কিন্তু বনিবনা না হওয়ায় প্রায় বছর খানেক আগে তাদের বিচ্ছেদ হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে