কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কভিড-১৯ রোগীদের আরো সহযোগিতা দেবে এসসিবি

বণিক বার্তা নারায়ণগঞ্জ সদর প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ০০:২১

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) নারায়ণগঞ্জের করোনাভাইরাসের কেন্দ্রস্থল কভিড-১৯ রোগীদের আরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ব্যাংকটি নারায়ণগঞ্জের সাজিদা হাসপাতালের ৮০ জন কভিড-১৯ রোগীর আংশিক দৈনিক চিকিৎসা ব্যয় বহনের অঙ্গীকার করেছে। এর আগে ব্যাংকটি হাসপাতালের ৪০ জন কভিড-১৯ রোগীর দৈনিক চিকিৎসা ব্যয় বহন করেছে।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, কভিড-১৯ প্রথমত একটি স্বাস্থ্য সংকট, যা মোকাবেলার জন্য দরকার একটি সম্মিলিত এবং টেকসই পদক্ষেপ। এ নতুন উদ্যোগের মাধ্যমে সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমি সব স্বাস্থ্যকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, যারা সামনে থেকে কভিড-১৯-এর বিরুদ্ধে প্রথম সারিতে থেকে অবিরত লড়াই করে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও