রাজা Sisavang Vong এর মৃত্যুর পর ক্রাউন প্রিন্স Savang Vatthana ও তার পরিবার সর্বশেষ এই রাজপ্রাসাদটিতে বাস করেছিলেন। কিন্তু ১৯৭৫ সনে প্যাথেট লাও কর্তৃক সমাজতান্ত্রিক বিপ্লবের পর কমিউনিস্টরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এবং রাজ পরিবারকে জোর করে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়ে সেটিকে যাদুঘরে রূপান্তরিত করে।
আমি জেনেছি যে, ১৯৯৫ সালে এই রাজপ্রাসাদ যাদুঘরকে সাধারণ মানুষের জন্যে খুলে দেয়া হয়। আমি যখন ১৯৯২ সনে গিয়েছিলাম, তখন সেটিতে সাধারণ মানুষেরা প্রবেশ করতে পারত না। আমি প্রবেশ করেছিলাম জাতিসংঘের কর্মকর্তা পরিচয় দিয়ে।
লুয়াং প্রেবাং এর সবচেয়ে দর্শনীয় স্থান এই রাজপ্রাসাদ। প্রাসাদের লৌহ কপাট অতিক্রম করে তালগাছে ছাওয়া একটি পথ দিয়ে প্রাসাদের মূল ভবনে প্রবেশ করতে হয়। সিঁড়ি দিয়ে প্রাসাদে প্রবেশ করার পর প্রথমে ডানদিকে ‘কিংস রিসেপশন রুম’। এতে লাওসের শেষ তিনজন রাজার আবক্ষ মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও এই কক্ষের কক্ষের চারদেয়ালে লাও গ্রাম, নিসর্গ এবং বিংশ শতাব্দীর প্রথমদিকে লাওসের সংস্কৃতি বা জীবনাচরণ ম্যুরাল হিসেবে আঁকা আছে। ফ্রেস্কো রূপে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.