সৌদির সাবেক ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে দুর্নীতি-রাষ্ট্রদ্রোহের অভিযোগ
সময় টিভি
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৬:৫২
সৌদি আরবের সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধে দুর্নীতি এবং রাষ্ট্রদ্রোহের বড় অভিযোগ আনা হচ্ছে। এর মাধ্যমে সৌদি রাজ পরিবারে আবারো দেখা দিয়েছে উৎকণ্ঠা।
সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, নায়েফের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হবে।
ধারণা করা হচ্ছে, ভবিষ্যত হুমকি মোকাবিলায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ইন্ধনেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
অন্যদিকে মুক্তি পেতে নায়েফকে দেড় হাজার কোটি ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর নায়েফসহ রাজ পরিবারের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্যকে গ্রেফতার করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।