![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/09/14/2edc1a6ce41170d1152c83d225930aac-5b9b6dbac9857.jpg?jadewits_media_id=1379911)
পবিত্র হজে স্পর্শ করা যাবে না কাবা
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৪:৫১
করোনা সংক্রমণ এড়াতে চলতি বছর পবিত্র হজে সৌদি আরবের বাইরের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বেশ আগেই। এবার দেশের যাঁরা হজে অংশ নেবেন, তাঁদের ক্ষেত্রের বেশ কিছু নিষেধাজ্ঞা দেওয়া হলো। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।