![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F07%2Fsoudi1.jpg%3Fitok%3Dtw6xLhwf)
২০ সৌদি নাগরিকসহ ৪৯ জন ব্রিটিশ নিষেধাজ্ঞার তালিকায়
এনটিভি
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৫:১৫
মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষিদ্ধ তালিকায় যে ৪৯ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে আছে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যায় জড়িত ২০ সৌদি নাগরিকের নাম। তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও যুক্তরাজ্যে তাঁদের ভ্রমণ নিষিদ্ধ ও সম্পদ জব্দ করা হবে।