তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত
সমকাল
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৪:৩৬
ভারতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। গত ১৭ মার্চ করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে তাজমহলসহ সব দর্শনীয় স্থান বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর রোববার থেকে তাজমহল পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ।
এছাড়া আগ্রার কেল্লা ও সম্রাট আকবরের সমাধিও খুলছে না আপাতত। এসব স্থান খুলে দেওয়ার তারিখ পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।