মিয়ানমারের শীর্ষ দুই জেনারেলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৩:২১
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে মিয়ানমারের দুই শীর্ষ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন।
ওই দুই কর্মকর্তা হলেন, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি মিন অং হ্লাইং এবং তার সহকারী সি উইন।
যুক্তরাজ্য সশস্ত্র বাহিনী প্রধান হ্লাইংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে বলছে, তাতমাদোর প্রধান হিসাবে ২০১৭ ও ২০১৯ সালে রাখাইনে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন হ্লাইং। সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ও সেনাবাহিনীর প্রধান হিসেবে সোয়ে উইনকেও একই ধরনের হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য।