কে গান গাইবে, সেটা সালমান ঠিক করে দেওয়ার কে?
এনটিভি
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৩:১৫
বলিউডের পর নেপোটিজমের জোর ধাক্কা লেগেছে সংগীতাঙ্গনেও। স্বজনপোষণ, ক্ষমতার জোরে কাজ পাওয়া ইত্যাদি সংগীতাঙ্গনেও রয়েছে, এমন অভিযোগ করেছিলেন শিল্পী সোনু নিগম। সোনুর পর এবার মুখ খুললেন কণ্ঠশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তবে স্বজনপোষণ বিতর্কের মধ্যে আরো একটি প্রশ্ন উঠে আসছে, এ বিষয়টি কি আগেও ইন্ডাস্ট্রিতে ছিল, নাকি এগুলো সাম্প্রতিক?
প্রসঙ্গে অভিজিৎ ভট্টাচার্যের বক্তব্য, ‘এসব এখনই বেশি হচ্ছে। ১৯৯০ সালের আগে এসব কারো ভাবনায়ও আসত না। একটি গান একজন গায়কের থেকে অন্যজনের কাছে চলে গেছে, এটি আগেও হয়েছে, তবে এমন নোংরামো আগে হতো না।