করোনাকালীন সময়ে এসির যত্ন নেবেন যেভাবে
প্রকৃতিতে এখন বর্ষাকাল চলছে। এই সময় কখনও প্রচণ্ড গরম, কখনও আবার বৃষ্টি দেখা দিচ্ছে। অন্যদিকে এ সময় বাতাসে আর্দ্রতাও অনেক বেশি থাকছে । এ কারণে কেউ কেউ শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন ছাড়া থাকতেই পারছেন না। এদিকে আবার এ সময় এসি মেকানিককে খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার । আবার খুঁজে পেলেও করোনার কারণে অনেকে বাইরের লোক ঘরে ঢুকতে দিতে ভয় পাচ্ছেন।
সেক্ষেত্রে মেশিন পরিষ্কারের কাজ অনেকে নিজেরাই সারছেন। যে কোনও গ্যাজেট ভাল রাখার প্রথম শর্ত পরিচ্ছন্নতা বজায় রাখা। সেক্ষেত্রে বছরে একবার সার্ভিসিং করিয়ে নেওয়াই ভালো। কিন্তু করোনার কারণে এ বছর অনেকেই মেশিন সার্ভিসিং করাতে পারছেন না। তাই এসির যত্ন নিতে বাড়তি কিছু সতর্কতা প্রয়োজন। বাড়িতে সাধারণত দু রকমের এয়ারকন্ডিশনার মেশিন ব্যবহার করা হয়। স্পিল্ট এবং উইন্ডো এসি। আজকাল অবশ্য বড় হল ঘরের জন্যে অনেকে টাওয়ার এসিও ব্যবহার করছেন।