ঘরে বসে রেকর্ড করা শিখলেন ঝিলিক

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ০৯:৩০

লকডাউনে কতজন কত কিছু শিখলেন। ঝিলিক আর পিছিয়ে থাকবেন কেন! বাসা থেকে ভয়েস রেকর্ড করা, সেই গানটাকে সংগীত পরিচালকের কাছে পাঠানোও শিখে ফেলেছেন তিনি। শুধু কি তাই, শুটিংটাও বাকি রাখেননি। লকডাউন তাঁকেও শেখাল অনেক কিছু। ঘরে বসে আজ গান শোনাবেন ২০০৮ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঝিলিক। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে রাত ১০টা ৩০ মিনিটে গাইবেন তিনি। প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান।

করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা। ঝিলিক আজ শোনাবেন ‘আগুনের দিন শেষ হবে একদিন’, ‘একি সোনার আলোয়’, ‘যখন আমি থাকব না’ এবং নিজের ‘কৃষ্ণচূড়া’ গানগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও