মেহগনি বাগানে ৪০টি গোখরা সাপের বাচ্চা অবমুক্ত করলো বনবিভাগ!
ঝিনাইদহের শৈলকুপায় উদ্ধারকৃত ৪০টি বিষধর গোখরা সাপের বাচ্চা স্থানীয় একটি মেহগনি বাগানে অবমুক্ত করেছে বনবিভাগ। এতে ওই এলাকার মানুষ আতঙ্কে আছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২জুলাই) শৈলকুপার ৬নং সারুটিয়া ইউনিয়নের মৌকুড়ী গ্রামে একটি খালের ধার থেকে কেসমত শেখ নামের এক ব্যক্তি মাটি খুঁড়ে একটি বড় বিষধর গোখরাসহ ৭০টি সাপের বাচ্চা উদ্ধার করেন। পরে তিনি সাপগুলো নিজের কাছেই রাখেন। কিন্তু এর মধ্যে মারা যায় ৩০টি বাচ্চা। সোমবার (৬ জুলাই) স্থানীয়দের মাধ্যমে বনবিভাগ এ খবর পেয়ে বনবিভাগের শৈলকুপা শাখার এমএলএসএস আয়ুব হোসেন কেসমত শেখের কাছ থেকে সাপগুলো উদ্ধার করে ওই এলাকার একটি মেহগনি বাগানে ছেড়ে দিয়ে আসেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অবমুক্ত
- সাপের বাচ্চা