![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/alam-khan-and-kisore-2007061539.jpg)
ভেবেছিলাম সুস্থ হয়েই ফিরবে, কিন্তু এটা কী হয়ে গেলো: আলম খান
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ২১:৩৯
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর সোমবার সন্ধ্যায় মারা যান। এ খবরটি ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে দেশের মিডিয়াঙ্গনে। এন্ড্রু কিশোরের অন্যতম জনপ্রিয় গান ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলেই ঠুস’। ‘বড় ভালো লোক ছিল’ সিনেমায় এই গানটির সুর করেন আলম খান। এন্ড্রু কিশোর চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন আলম খানের হাত ধরেই।