রামেকের হিমঘরে এন্ড্রু কিশোরের মরদেহ, আসছে না ঢাকায়

বার্তা২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ২১:২০

জন্মশহর রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বড় বোনের বাড়িতে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষবার দম নিয়েছেন ‘হায়রে মানুষ, রঙ্গীন ফানুস, দম ফুরাইলেই ঠুস’ গানের শিল্পী এন্ড্রু কিশোর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনসহ শোবিজে।

এদিকে এন্ড্রু কিশোর একটি পারিবারিক সূত্র বার্তা২৪.কমকে জানিয়েছে, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর বলে গিয়েছেন তাকে যেনো মায়ের পাশেই যেন সমাহিত করা হয়। সেই ইচ্ছাতেই মায়ের পাশেই তাকে সমাহিত করা হবে। তবে কখন এটা এখনো ঠিক করা হয়নি। তার ছেলে ও মেয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তারা সেখান থেকে দেশে ফেরার চেষ্টা করছেন। ছেলে-মেয়ে দেশে ফিরলেই শেষকৃত্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও