কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমার বন্ধু এন্ড্রু কিশোর

প্রথম আলো সরাফ আহমেদ প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ২০:৫৭

আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব/ ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা অনেক আগেই লিখে গেছেন। তবু আকাশের তারার দিকে চেয়ে থাকতাম, খুঁজে ফিরতাম অনেক আপনজন এন্ড্রু কিশোরকে।

অবশেষে সে সেই দয়ালের ডাকে, তার কাছেই চলে গেল তার সেই বিখ্যাত গান, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’র মতো। সব স্মৃতি পেছনে ফেলে, সবাইকে কাঁদিয়ে চলে গেল অপার অসীমে। ১৯৭৩ সালের দিকে আমাদের বাড়ির একদম কাছেই রাজশাহীতে সুরবাণী সংগীত বিদ্যালয়টি তখন বেশ বড় নামকরা সংগীতচর্চা কেন্দ্র।

একটি পুরোনো বাড়ির ছাদসংলগ্ন বেশ বড় জায়গায় অবস্থিত সংগীত বিদ্যালয়ে প্রায়ই গানের আসর বসত। যেকোনো জাতীয় দিবস বা রবীন্দ্র ও নজরুলজয়ন্তীতে সেখানে ঘটা করে অনুষ্ঠান হতো। এই রকম একটি অনুষ্ঠানে প্রথম দেখি এন্ড্রু কিশোরকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও