করোনাকালেই কক্সবাজার সরকারি কলেজের জমি দখলের অভিযোগ
এই করোনাকালেই কক্সবাজার সরকারি কলেজের জমি দখলের পাঁয়তারা শুরু করেছে ভূমিদস্যু চক্র। ইতিমধ্যে রাতের আঁধারে এ চক্রটি কলেজের জমিতে মাটি ভরাট করে একটি কাঁচা ঘরও তৈরি করেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মুফিদুল আলম বাংলানিউজকে বলেন, কক্সবাজার সরকারি কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে কলেজের জমিতে গত ২ জুলাই রাতের আঁধারে মাটি ভরাট করা হয়। আমরা জেনেছি, স্থানীয় সরওয়ার নামের এক ব্যক্তি জমি দখলের জন্য এই কাজ করছে। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ সরওয়ারকে ডেকে পাঠালে সরওয়ার না এসে ওল্টো রাতের আঁধারে আবার ওই জমিতে টিন দিয়ে দোকান ও বসতঘর তৈরি করে বসে। এ অবস্থায় কলেজের জমি দখলমুক্ত করতে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
‘অতীতেও কলেজের জমিতে অনেকে অবৈধ স্থাপনা তৈরি করেছে। এসব নিয়ে মামলাও চলছে। কিন্তু সম্প্রতি করোনা পরিস্থিতিতে কলেজে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের অনুপস্থিতির সুযোগে আবার সক্রিয় হয়েছে উঠেছে ভূমিদস্যু চক্র’, যোগ করেন তিনি।