সাগরিকা ও বিবিরহাটেই চসিকের আয় ৮ কোটি ৩১ লাখ
নগরের প্রধান দুইটি স্থায়ী পশুর হাট ইজারা দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয় হয়েছে ৮ কোটি ৩১ লাখ টাকা। এ ছাড়া একমাত্র ছাগলের বাজার ইজারা থেকে এসেছে আরও ৭৩ লাখ টাকা। আগামী বুধবার (৮ জুলাই) দরপত্র বাক্স খোলা হবে আরও চারটি অস্থায়ী পশুর হাটের।
চসিকের ভূ সম্পত্তি কর্মকর্তা এখলাসুর রহমান বাংলানিউজকে জানান, চসিকের দুইটি স্থায়ী গরুর বাজার ও একটি ছাগলের বাজার রয়েছে। এর মধ্যে সাগরিকা গরুর বাজার থেকে এবার ইজারা বাবদ পাওয়া গেছে ৬ কোটি ৫৬ লাখ টাকা। বিবিরহাট বাজার থেকে এসেছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
তিনি জানান, বড় পোল, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ ও স্টিলমিল বাজারে অস্থায়ী পশুর হাট না বসানোর ব্যাপারে পুলিশের অনুরোধ থাকায় এবার সেগুলো ইজারা দেওয়া হচ্ছে না।
এর বাইরে ৪১ নম্বর ওয়ার্ডের বাটার ফ্লাই পার্কের পাশে একটি খালি মাঠ, করল মহাজন হাট ও সল্টগোলায় অস্থায়ী পশুর হাট বসানোর দরপত্র আহ্বান করেছে চসিক কর্তৃপক্ষ। আরেকটি অস্থায়ী হাট বসবে কর্ণফুলী গরুর বাজারে। এগুলোর দরপত্র বুধবার খোলা হবে।