You have reached your daily news limit

Please log in to continue


১১২ দিন পরে হোম অব ক্রিকেটে মুশফিক এবং দুঃখ

১৫ মার্চের পর ৬ জুলাই। ক্যালেন্ডারের পাতা জানাচ্ছে মাঝে সময় কেটেছে ১১২ দিন। এই লম্বা সময়ের পর ১১৩ দিনের মাথায় ফের মিরপুরের হোম অব ক্রিকেটে এসেছিলেন মুশফিকুর রহিম। ১৫ মার্চ এই মাঠে ক্রিকেট খেলেছিলেন। সেটি ছিল প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনীর ম্যাচ। সেই ম্যাচের পর আবার ৬ জুলাই, সোমবার দুপুরে মাঠে এলেন। ছবি তুললেন। এবং ফিরে গেলেন একরাশ দুঃখ নিয়ে-‘মিস করছি চমৎকার এই ভেন্যূকে। একমাত্র সর্বশক্তিমানই জানেন কবে আবার আমরা এখানে অনুশীলন শুরু করতে পারবো!’ করোনাভাইরাস মহামারির দুর্যোগের পর থেকে দেশের অন্যান্য খেলাধুলার মতো সবধরনের ক্রিকেটও স্থগিত। ক্রিকেটাররা নিজ বাসাবাড়িতেই ফিটনেসের কাজ সারছেন। বাসার গ্যারেজে মুশফিক রহিম, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদরা টেনিস বলে হালকা অনুশীলন করছেন। কিন্তু তাতে কি আর খোলা মাঠে অনুশীলন চর্চার সুখ মিটে? মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন ক্রিকেটাররা। কিন্তু করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতিতে এই মুহূর্তে সেটা সম্ভবপর হচ্ছে না। ৬ জুলাই, সোমবার দুপুরে মুশফিক বিসিবিতে এসেছিলেন ব্যক্তিগত একটা কাজে। অনুশীলন করতে পারবেন না জেনেও মাঠে ঠিকই নামেন। মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে সামাজিক দূরত্বের বিধি বিধান মেনেই বিসিবিতে আসেন মুশফিক। অনেকদিন পরে এই ষ্টেডিয়ামে পা দিয়ে কিছুটা নষ্টালজিকও হয়ে পড়েন জাতীয় দলের এই উইকেটকিপার কাম মিডলঅর্ডার ব্যাটসম্যান। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামের প্রতিটি কর্ণারের সঙ্গে যে জাতীয় দলের ক্রিকেটারদের চেনা পরিচয় অন্যরকম। এটা যে বাংলাদেশের হোম অব ক্রিকেট!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন