স্প্যানিশ ফ্লুকে হারিয়েছিলেন, এবার করোনাজয়ী ১০৬ বছরের প্রবীণ
এনটিভি
প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১০:৩০
নভেল করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন দিল্লির ১০৬ বছরের এক প্রবীণ। ওই ব্যক্তি তাঁর ৭০ বছর বয়সী ছেলের চেয়েও দ্রুত সেরে উঠেছেন। জানা গেছে, ওই ব্যক্তির পরিবারের একাধিক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য হলো, ওই প্রবীণের বয়স যখন মাত্র চার বছর, তখন তিনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। সেবারও তিনি সেরে উঠেছিলেন।
সম্প্রতি দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওই প্রবীণ। তাঁর সঙ্গেই ভর্তি হয়েছিলেন ছেলে, স্ত্রীসহ পরিবারের একাধিক সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিত্সক গণমাধ্যমকে জানান, ওই প্রবীণই সম্ভবত দিল্লির একমাত্র রোগী, যিনি ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতেও আক্রান্ত হয়েছিলেন।