কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে সৌরভকে ঘৃণা করতেন সাবেক ইংলিশ অধিনায়ক

ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়কদের মধ্যে সৌরভ গাঙ্গুলির স্থান উপরের দিকে। ভারতীয় দলের মানসিকতা বদলে দিয়েছিলেন তিনি। বিপক্ষের চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা দিতেন তিনি। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সৌরভ যত আদরেরই হন না কেন, বিপক্ষের কাছে তা থাকার কথা নয়। সৌরভ তা ছিলেনও না। টস করতে দেরিতে আসা হয়ে উঠেছিল তার স্ট্র্যাটেজিরই অঙ্গ। এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয় অভিযোগ করেছিলেন যে, সৌরভ তাকে টস করার জন্য অপেক্ষা করাতেন। সেই সুরেই এ বার অভিযোগ করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। এক ক্রীড়া চ্যানেলে নাসের হুসেন বলেছেন, ‘সৌরভ এমনই। যখন ওর বিরুদ্ধে খেলতাম, ওকে ঘৃণা করতাম। প্রত্যেক বার ও আমাকে টস করার জন্য দাঁড় করিয়ে রাখত। আর আমাকে বলতে হত, গাঙ্গুলি, সাড়ে ১০টা বাজে, আমাদের টস করে নেওয়া দরকার।’ তবে খেলা ছাড়ার পর সৌরভ সম্পর্কে ধারণা বদলেছে তার। নাসেরের কথায়, ‘গত এক দশকের মতো ধারাভাষ্য দিয়েছি একসঙ্গে। ও বেশ ভাল, শান্ত। তবে ধারাভাষ্যের সময়ও ও দেরি করে আসে। তার বাইরে ও দারুণ। আর ক্রিকেটারদের এমনই হওয়া উচিত। বিরুদ্ধে খেলার সময় অপছন্দই থাকে, পরবর্তীকালে সাক্ষাতের সময় তখন ভাল লাগে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন