দেশীয় স্বর্ণশিল্পের বিকাশ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে স্বর্ণ নীতিমালা ২০১৮-এর বিধান অনুসরণ করে অনুমোদিত গোল্ড ডিলার হিসেবে গত ৩০ জুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈধভাবে স্বর্ণবার আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড।
এই আমদানীকৃত স্বর্ণের বিক্রি উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই নেতা স্বর্ণ আমদানিতে এ ধরনের মাইলফলক অর্জনের জন্য ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.