রাজধানীতে ভুয়া আর্মির ক্যাপ্টেন গ্রেফতার
রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ভুয়া এক ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) মো. আরিফুল হাসান হৃদয় ওরফে শুভ ওরফে সিফাত ( ১৮) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, মো. আরিফুল হাসান হৃদয় সেনাবাহিনীর ক্যাপ্টেন পদের র্যাঙ্ক ব্যাজ সম্বলিত ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে নিজেকে ক্যাপ্টেন পরিচয় দিয়ে একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন। প্রথমে প্রেমের প্রস্তাব দেন পরে বিয়ের প্রলোভন দেখান মেয়েটিকে।
মেয়েটিও তার দেয়া টোপে পা দেয়। তার প্রেমে সাড়া দেয় মেয়েটি। এ সুবাদে প্রায় মেয়েটির সাথে মোবাইল ফোনে কথাবার্তা চলত আরিফুলের। গত ১৫ জুন মেয়েটির বাসায় আসেন আরিফুল। মেয়েটির মায়ের সাথে দেখা করেন কথা বলেন। সম্পর্ক এগিয়ে যায়, আরিফুল প্রায়ই মেয়েটির বাসায় যেতেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- ভুয়া সেনা কর্মকর্তা