You have reached your daily news limit

Please log in to continue


করোনায় আক্রান্ত ৭৩৯ আনসার, সুস্থ ৪১৫

মহামারি করোনাভাইরাসে ২৪২ ব্যাটালিয়ন আনসার, ৪৪৯ সাধারণ আনসারসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৩৯ সদস্য আক্রান্ত হয়েছেন। আনসার বাহিনীর দাবি, মহামারি করোনাভাইরাসের এই সংকটময় মূহূর্তে বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন বাহিনীর সদস্যরা।এমতাবস্থায় করোনাকালে সম্মুখভাগে দায়িত্ব পালনকারী সব সদস্যকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সামগ্রীসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। রোববার (৫ জুলাই) বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনসহ দেশের সাধারণ জনগণকে করোনা থেকে সচেতন করার লক্ষ্যে কাজ করতে গিয়ে সারাদেশে ২৪২ জন ব্যাটালিয়ন আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া জাতীয় সংসদ ভবন এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ৮৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য। বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে ৪৪৯ জন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন