![](https://media.priyo.com/img/500x/https://gdb.voanews.com/A048005F-29A1-4650-B349-E10B713F6B60_w1200_r1.jpg)
জাপানে ভারীবর্ষণ, বন্যা ও ভূমিধ্বসে ২জনের মৃত্যু
ভয়েস অব আমেরিকা (আমেরিকা)
প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ২০:৫৪
সরকারি সূত্রে জানানো হয়েছে, শনিবার জাপানের দক্ষিনাঞ্চলে রাত্রিকালীন ভারীবর্ষণে বন্যা ও ভুমিধ্বসে ২জনের মৃত্যু হয়েছে I প্রায় ১৫জন নিখোঁজ রয়েছেন I বহু লোককে ঘরের ছাদে উদ্ধারকর্মীদের অপেক্ষায় থাকতে দেখা যায় I কুমামোটো ও কোগোশিমা এলাকার ৭৫,০০০ জনগণকে অন্যত্র সরিয়ে নেবার নির্দেশ হয়েছে I
প্রধানমন্ত্রী শিনজো আবে উদ্ধারকাজ এবং তল্লাশি চালানোর জন্য টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন I
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মারা গেছেন
- ভারী বর্ষণ
- ভূমিধ্বস
- জাপান