দাদার সঙ্গে নদীতে গোসলে গিয়ে দুই নাতির মৃত্যু

জাগো নিউজ ২৪ বাকেরগঞ্জ প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ২০:৫৯

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামে দাদার সঙ্গে নদীতে গোসল করতে নেমে দুই নাতির মৃত্যু হয়েছে। রোববার (০৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাঙ্গামাটি নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

মৃত শিশুরা হলো- মো. জোবায়েদ (৪) ও আব্দুর রহমান (৭)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই। জোবায়েদ গোপালপুর গ্রামের মামুন পাহলানের ছেলে। মামুন পাহলানের ভাই সোহেল পাহলানের ছেলে আব্দুর রহমান।স্থানীয়রা জানায়, জয়নাল আবেদীন দুই নাতি জোবায়েদ ও আব্দুর রহমানকে নিয়ে দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন রাঙ্গামাটি নদীতে গোসল করতে যান। নদীর পাড়ে পৌঁছে নাতিদের বসিয়ে রেখে ছাগলের জন্য কাঁঠাল পাতা সংগ্রহে গাছে ওঠেন। গাছ থেকে দাদা নেমে দেখেন নাতিরা নেই। নদীর পাড়ে জুতা পড়ে আছে তাদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, নদী খরস্রোতা হওয়ায় তল্লাশি চালাতে ডুবুরিদের বেগ পেতে হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর মধ্যে জোবায়েদের মরদেহ পাওয়া যায়। এর প্রায় ১০ মিনিট পর আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি জালাল উদ্দিন। মরদেহ উদ্ধারের পর জালাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে চিকিৎসা দেয়ার পর সুস্থ হন।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও