ভারতের ধুবড়ি কারাগারে নিহত বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে লালমনিরহাটের বুড়িমারী ইমিগ্রেশনে ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষ বাংলাদেশের বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে। পরে বিজিবি সেখানেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
রবিবার সকালে তার গ্রামের বাড়ি চিলমারী উপজেলায় তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে। নিহতের পারিবারিক সূত্র তার দাফনের বিষয়টি নিশ্চিত করেছে।মৃত বকুল মিয়া কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ব্যাপারী পাড়ার বাসিন্দা। তার বাবা ওমর সরকার।
ভারতের ধুবড়ি কারাগারে আটক ২৬ বাংলাদেশির মধ্যে তিনিও ছিলেন। গত ১ জুলাই কারাগারে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। তখন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌহাটিস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার তানভীর রসুল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.