তারকাদের চ্যালেঞ্জ জানাচ্ছেন মারিয়া! (ভিডিও)
করোনাভাইরাস পরিস্থিতিতে অন্য অনেকের মতো ঘরেই থাকছেন উপস্থাপক-মডেল-অভিনেত্রী মারিয়া নূর। যদিও বাসায় থাকতে তার ভালোই লাগে। লকডাউনে সারা রাত ছবি দেখে, গান শুনে, বই পড়ে সময় কাটে তার। বেশিরভাগ ক্ষেত্রে রাত ৪টায় ঘুমাতে যান। পরদিন বিকাল ৩টায় জেগে ওঠার পর শুরু হয় দিন। এভাবেই কেটেছে তিন মাস।
লকডাউনে বসে থেকে থেকে এখন মারিয়ার মনে হয়েছে, ভক্ত-দর্শকরা তাকে পর্দায় দেখতে চায়। এটা ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অনুষ্ঠান শুরু করেছেন তিনি। এর নাম ‘মারিয়া চ্যালেঞ্জ’। গত ২৭ জুন এ আয়োজনের প্রথম পর্বে অতিথি ছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। গতকাল ছিলেন সাফা কবির।
যদিও লাইভ অনুষ্ঠান করার ইচ্ছে হচ্ছিল না মারিয়ার। কারণ, লকডাউনে লাইভের হিড়িক দেখেছেন তিনি। “লেট’স টক উইথ বাংলা ট্রিবিউন” অনুষ্ঠানে তিনি বলেন, “দর্শকদের জন্য কিছু করার তাগিদ থেকে ‘মারিয়া চ্যালেঞ্জ’ শুরু করেছি। আর আমি যেটাতে ভালো সেটাই করতে চেয়েছি, অর্থাৎ অন্য মানুষের সাক্ষাৎকার নেওয়া বা আড্ডাধর্মী অনুষ্ঠান উপস্থাপনা। প্রতি শনিবার রাত ৯টায় আমার ফেসবুক পেজে এটি দেখতে পারবেন।”