জঙ্গল পেরিয়ে মালয়েশিয়া, হাত হারিয়ে রিকশাই এখন সম্বল
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৯:৩১
মিলন হোসেন বাবু (২৬)। বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানার দিয়াড়া গ্রামে। নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন।বাবা হবিবার সানা আগে কৃষি কাজ করে সংসার চালালেও এখন অসুস্থ।
অভাব অনটনের কারণে চারজনের সংসারে তিন বেলা ভাত জোটানোই ছিল কষ্টকর। তাই সংসারে সচ্ছলতা আনতে জমিজমা যা ছিল, সবই বিক্রি করে ছেলেকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন।
সংসারের অভাব নামক শত্রুকে তাড়াতে ২০১৬ সালের জুন মাসে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন বাবু। তাও আবার অবৈধভাবে পানিপথে। বড় জাহাজে বাবু ছাড়াও ছিলেন ৮৮৬ জন। কিন্তু অবৈধ অভিবাসন ও দালাল চক্রের খপ্পরে পড়ে তাদের ঠিকানা হয় অন্ধকার জঙ্গলে। দালাল চক্রের খপ্পরে পড়ে সাগর পথে অবৈধ অভিবাসী হয়ে স্বপ্নের দেশ মালয়েশিয়ায় প্রবেশ করেন অনেক বাংলাদেশি।