You have reached your daily news limit

Please log in to continue


বিতর্কের মাঝেই পরিবারে নতুন সদস্য! ছবি শেয়ার করলেন আলিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ নিয়ে সরব হচ্ছেন নেটিজেনদের একাংশ। স্বজনপোষণ বিতর্কে সোশ্যাল সাইটে ফলোয়ার কমতে শুরু করেছে করণ জোহর, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, সোনম কাপুরদের। ফলে সোশ্যাল সাইটে কমেন্ট অপশনকে সাইলেন্ট করে দিয়েছেন তারা। এসবে মধ্যেই এবার পরিবারে নতুন সদস্য হাজির হয়েছে বলে জানান আলিয়া ভাট। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন আলিয়া। যেখানে দিদি শাহিন ভাট এবং তাদের পোষ্য জুনিপারের সঙ্গে ছবি শেয়ার করেন ‘রাজি’ অভিনেত্রী। জুনিপারকেই তাদের পরিবারের নতুন সদস্য বলে তকমা দেন আলিয়া। এদিকে সুশান্তের মৃত্যুর পর মহেশ ভাটের পরবর্তী ছবি সড়ক টু-এর পোস্টার সামনে আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন